অর্ধশত গাছের চারা রোপণের শর্তে আসামির জামিন

গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের গাছ কাটার অভিযোগে দায়ের করা মামলায় একজন আসামিকে ৫০টি গাছের চারা রোপণের শর্তে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তার আবেদনের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এএসএম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

আদালতে শুনানির সময় আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল মোতালেব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। তিনি বলেন, ‘বন বিভাগের গাছ কাটা সংক্রান্ত মামলায় একই শর্তে সম্প্রতি আরও কয়েকজন আসামিকে জামিন দেওয়া হয়েছে।’

বন বিভাগের গাছ কাটার অভিযোগে গত ২৫ মে গাজীপুরের কালিয়াকৈর থানায় মো. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে একটি মামলা হয়। তিনি হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। এর শুনানিতে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।