বার কাউন্সিলের পরবর্তী কার্যক্রম নিয়ে যা ভাবছেন অ্যাটর্নি জেনারেল

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল। পদাধিকারবলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অ্যাটর্নি জেনারেল হওয়ার পর বার কাউন্সিলের দায়িত্ব গ্রহণ করে তিনি বেশকিছু দৃশ্যমান কার্যক্রম হাতে নিয়েছেন। যার মধ্যে অন্যতম আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষা নিয়মিতকরণ। দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বার কাউন্সিল নিয়ে নিজের পরিকল্পনাগুলো তুলে ধরেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার বাহাউদ্দিন ইমরান।

বাংলা ট্রিবিউন: বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার দীর্ঘদিনের ধীরগতিকে গতিশীল করেছেন। এখন থেকে প্রতিবছরই কি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে?

এএম আমিন উদ্দিন: চলতি বছরেই আরেকটি এনরোলমেন্ট (আইনজীবী অন্তর্ভুক্তি) পরীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু পারিনি। আশা রাখছি, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে সে পরীক্ষাটি সম্পন্ন করা হবে। 

বাংলা ট্রিবিউন:  হাইকোর্টে অন্তর্ভুক্তির পরীক্ষা কবে নাগাদ হতে পারে?

এএম আমিন উদ্দিন: হাইকোর্ট পারমিশন পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর নিয়ে নেবো।

অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎকার নিচ্ছেন বাংলা ট্রিবিউনের প্রতিবেদক (ছবি: সাজ্জাদ হোসেন)বাংলা ট্রিবিউন: আইনজীবী হওয়ার ক্ষেত্রে বয়স নির্ধারণের বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। আপনি কী মনে করেন?

এএম আমিন উদ্দিন: অনেকেই বলেন, কোনও পেশায় বয়স নির্ধারণের প্রয়োজন নেই। কিন্তু আমি মনে করি, সবকিছুরই একটি বয়স থাকে, তাই বয়স নির্ধারণ করা উচিৎ। একজন মানুষ যখন ৬০ বছর বয়সে আইনজীবী হবেন তখন তার শিখতে গেলেও দশ বছর সময় দরকার হবে। ওই বয়সে তিনি কী শিখবেন, আর কবে তা প্রয়োগ করবেন? এতে করে পেশার মান ক্ষুণ্ন হয়। আমি মনে করি, আইন পেশায় বয়স নির্ধারণ করে দেওয়া প্রয়োজন।

বাংলা ট্রিবিউন: প্রথা ভেঙে বন্ধ হয়ে থাকা আইনজীবীদের ভোকেশনাল কোর্স চালু হওয়ার কোনও সম্ভাবনাই কি নেই?

এএম আমিন উদ্দিন: এ বিষয়ে বেশকিছু সহযোগী সংগঠনের সঙ্গে কথা বলেছি। এবার পারিনি। আশা রাখছি, আগামী ব্যাচের পরীক্ষার্থীদের থেকে ভোকেশনাল কোর্স শুরু হবে।

বাংলা ট্রিবিউন: বার কাউন্সিলের বিধান ও কার্যাবলীকে যুগোপযোগী করতে কোনও পরিবর্তন আনবেন কিনা?

এএম আমিন উদ্দিন: অনলাইনে ফরম পূরণ পদ্ধতি চালু ছাড়াও বারের সকল কার্যক্রম ডিজিটালাইজড করা হবে।

বাংলা ট্রিবিউন : আপনাকে ধন্যবাদ।

 এএম আমিন উদ্দিন: বাংলা ট্রিবিউনকেও ধন্যবাদ।