পৌর মেয়র আব্বাস আলী গ্রেফতার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে রাজধানীর কাকরাইলের ইশা খাঁ হোটেল থেকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

পরে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছি। এই হোটেলে তিনি মঙ্গলবার উঠেছেন।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যটি তার বলে তিনি নিজেই স্বীকার করেছেন।’

খন্দকার আল মঈন বলেন, ‘মামলা হওয়ার পর আব্বাস আলী আত্মগোপনে চলে যান। তিনি ঢাকার বিভিন্ন হোটেলে ছিলেন। আমরাও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তাকে শনাক্ত করি।’

তিনি বলেন, ‘গ্রেফতারের সময় তার কাছ থেকে পাসপোর্ট জব্দ করা হয়েছে। সে দেশ থেকে পালানোর চেষ্টা করেছিল।’

আরও পড়ুন...

বঙ্গবন্ধুকে কটূক্তি করিনি, বড় হুজুর বলেছেন ম্যুরাল বানালে পাপ হবে: মেয়র আব্বাস

মেয়র আব্বাসকে আ.লীগ থেকে অব্যাহতি