বিডিআর বিদ্রোহ মামলার দণ্ডাদেশপ্রাপ্ত আসামির মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত আব্দুস সালাম হাওলাদার (৬০) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী সৈকত হোসেনসহ কয়েকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বৃহস্পতিবার মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত আব্দুস সালাম (বন্দি নম্বর-৬৮০৮/এ) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামের মৃত মৌজে আলী সরকারে ছেলে।

কারা সূত্রে জানা গেছে, তিনি বিডিআর বিদ্রোহ মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত বন্দী ছিলেন। তার ৫ বছর ৬ মাস সাজা হয়েছিল। তিনি বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে, সেখানকার কর্তৃপক্ষের নির্দেশে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।