কোনও দুর্নীতিকেই হালকাভাবে দেখার সুযোগ নেই: হাইকোর্ট

কোনও দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ব্যাংকের ভল্ট থেকে টাকা লুটের মামলায় এক আসামির জামিন শুনানিকালে সোমবার (৬ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সোহেল। দুদকের পক্ষে ছিলেন এম এ আজিজ খান। ঢাকা ব্যাংকের পক্ষে অ্যাডভোকেট সাদিয়া আফরিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

জামিন শুনানিকালে আদালত বলেন, ‘কোনও দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। দুর্নীতির কালো হাত ভেঙে ফেলতে হবে। দুর্নীতির বিষয়ে আমরা খুবই কঠোর। দুর্নীতিবাজদের কোনও ছাড় নেই।’

এসময় ব্যাংকের ভল্টের টাকা কীভাবে উধাও হয় সে নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত। শুনানি শেষে রিফাতুল হকের জামিন আবেদন খারিজ করে দেন।
 
প্রসঙ্গত, চলতি বছর জুনে বেসরকারি ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটে। ১৭ জুন শাখাটির ইন্টারনাল অডিটে এই টাকা গায়েব হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে এ ঘটনায় ১৮ জুন ব্যাংকটির দুই কর্মকর্তাকে পুলিশে দেওয়া হয়। তারা হলেন ব্রাঞ্চের ক্যাশ-ইনচার্জ রিফাতুল হক, ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদ। পরে ওই মামলায় জামিন চেয়ে রিফাতুল হক হাইকোর্টে আবেদন জানান।