ঘুষের অবশিষ্ট ৫০ হাজার টাকা নিতে গিয়ে দুর্নীতি দমন কমিশন-দুদকের হাতে ধরা পড়েছে এক ব্যক্তি। তার নাম আলাউদ্দিন মিয়া। তিনি সেনাবাহিনীর আওতাধীন ইন্সপেক্টরেট অব ভেহিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইকুইপেমন্ট (আইভিঅ্যান্ডইই) বিভাগের বেসামরিক কর্মচারী।
সোমবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে স্টার কাবাবের তৃতীয় তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ একটি মামলা দায়ের করা হয়েছে।
দুদকের এক কর্মকর্তা জানান, ঠিকাদারদের কাছ থেকে নিয়মিত পার্সেন্টেজ নিয়ে তিনি বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন। তার সম্পত্তির খোঁজ নিয়ে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।