এমন হত্যাকাণ্ড যেন আর না ঘটে: বিচারক

আবরার ফাহাদ হত্যা বাংলাদেশের সব মানুষকে ব্যথিত করেছে বলে রায়ের পর্যবেক্ষণে বলেছেন আদালত। এমন নৃশংস হত্যাকাণ্ডের যেন পুনরাবৃত্তি না ঘটে বলেও মন্তব্য করেছেন আদালত।

বুধবার (৮ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত রায়ের পর্যবেক্ষণে এসব কথা বলেন।

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।

আরও পড়ুন...

আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৫

রায়ে সন্তোষ প্রকাশ আবরারের বাবার, দ্রুত কার্যকরের দাবি

শিবির সন্দেহে গুজব ছড়িয়ে আবরারকে হত্যা করা হয়: আদালত

রায় পড়ার সময় নির্বিকার ছিলেন আসামিরা

‘বাবা মনোবল শক্ত রাখো, তোমাদের কিছুই হবে না’