পোস্তগোলা সেতুতে গলায় ব্লেড ধরে ছিনতাই, গ্রেফতার ২

রাজধানীর পোস্তগোলা সেতু এলাকায় গলায় ব্লেড ধরে ট্রাকচালকের কাছ থেকে ৫০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে আটক করেছে ওয়ারী ট্রাফিক বিভাগ। বুধবার (৮ ডিসেম্বর) পোস্তগোলা সেতুর সামনে ধরা পড়ে তারা। ওয়ারী ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার বিপ্লব কুমার রায় এই তথ্য নিশ্চিত করেন।

আটক দুই ছিনতাইকারী হলো মো. বাদশা মিয়া (৪৮) এবং মো. সুমন (৩০)।

সহকারী কমিশনার (ট্রাফিক) বিপ্লব কুমার রায় ঘটনার বিবরণে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পোস্তগোলা ব্রিজে ঢাকার প্রবেশপথে ট্রাক থামিয়ে গাড়ির চাকা পরীক্ষা করছিলেন ওই চালক। হঠাৎ পেছন থেকে দুই ছিনতাইকারী তার গলায় ব্লেড ধরে টাকা দাবি করে। চালক ভয়ে প্রাণ বাঁচাতে ৫০০ টাকা বের করে দেয়।

পরবর্তী সময়ে চালক কিছুটা দূরে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট এমএম হাসিবুল হাসানকে ছিনতাইয়ের ঘটনা জানায়। পরে সার্জেন্ট হাসিবুল হাসান, মো. শফিকুল ইসলাম ও কাজল চন্দ্র দাসের সহায়তায় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। 

ওয়ারী ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের শ্যামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।