লঞ্চে আগুন: উদ্ধার অভিযানে ঝালকাঠিতে র‍্যাবের হেলিকপ্টার

সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিযানে অংশ নিতে ঝালকাঠি গেছে র‍্যাবের হেলিকপ্টার।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি বলেন, "ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব। উদ্ধার কার্যক্রম পরিদর্শনে ঘটনাস্থলে যাচ্ছেন র‍্যাব মহাপরিচালক। উদ্ধার কার্যক্রম পরিচালনায় ঢাকা থেকে র‍্যাবের হেলিকপ্টার ঘটনাস্থলে রয়েছে।"

উল্লেখ্য, বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় (২৪ ডিসেম্বর) ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ ৭০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।