প্রবীণ সাংবাদিক শফিক রেহমান গ্রেফতার

শফিক রেহমানপ্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) সদস্যরা। সকাল ৮টার দিকে বাসা থেকে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিএমপি’র জনসংযোগ শাখার উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্টন থানায় ২০১৫ সালে করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপ কমিশনার মাশরুকুর রহমান খালেদ। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে শফিক রেহমানের বিরুদ্ধে। শিগগিরই রিমান্ড আবেদন চেয়ে তাকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।
সাংবাদিক শফিক রেহমানের স্ত্রী তালেয়া রহমান সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৭টার দিকে সাংবাদিক পরিচয়ে তিন ব্যক্তি তাদের ইস্কাটনের বাসায় যান। পরে শফিক রেহমান বেরিয়ে এলে তারা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাদের সঙ্গে ডিবি কার্যালয়ে যেতে বলেন।
পরে তাকে সেখান থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন উপ-কমিশনার মারুফ হোসেন সরদার। বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি আরও জানান, ২০১৫ সালের ওই রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত করতে গিয়ে অভিযোগের সঙ্গে শফিক রেহমানের সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে জয়কে অপহরণের ষড়যন্ত্রের সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে তদন্তে জানা গেছে। 
এদিকে তালেয়া রেহমানের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে শফির রেহমানকে গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
/এসটিএস/জেইউ/এআরআর/এফএস/এএইচ/

 

আরও খবর পড়ুন- 

পুলিশ থেকে ক্ষমা আদায়কারী সাহসী হাবিবা জান্নাতের কথা

বাংলাদেশে ‘আইএস-এর পরিচালনাকারী’ আবু ইব্রাহিম-এর সাক্ষাৎকার