গত শনিবার প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে ওই মামলায় গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সোমবার ঢাকা মহানগর হাকিম মো. গোলাম নবীর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের জৈষ্ঠ্য সহকারী কমিশনার হাসান আরাফাত মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
২০১৫ সালের এক রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত করতে গিয়ে অভিযোগের সঙ্গে শফিক রেহমানের সংশ্লিষ্টতা পান তদন্তকারী কর্মকর্তারা। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে জয়কে অপহরণের ষড়যন্ত্রের সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে তাদের দাবি। রবিবার গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, জয়কে অপহরণের চক্রান্তে মাহমুদুর রহমানও জড়িত ছিলেন। তাই তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
মাহমুদুর রহমান বর্তমানে কারাগারে আটক আছেন।
আরও পড়ুন:
/এসএনএইচ/এজে/