জেলি মিশিয়ে চিংড়ি বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

কারাদণ্ডচিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে একবছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উত্তরার আব্দুল্লাহপুরের সুলতান শাহের মাছ আড়তে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে সাজা দেওয়া হয়। একই সঙ্গে আড়ৎ থেকে ২০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ আশপাশের এলাকায় জেলি মিশিয়ে চিংড়ি মাছ বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। গোপন সংবাদ পেয়ে শুক্রবার সকালে ডিএডি মো. সেলিম খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে সুলতান শাহ মাছের আড়তে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এসময় ওজন বাড়িয়ে চিংড়ি বিক্রির অভিযোগে মো. আতাউল্লাহকে (৩৭) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আতাউল্লাহ দীর্ঘদিন থেকে অবৈধভাবে জেলি মিশিয়ে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে সাধারণ ক্রেতাদের প্রতারিত করে আসছিলো বলেও জানান তিনি।

আরও পড়তে পারেন: শফিক রেহমানফের ৫ দিনের রিমান্ডে শফিক রেহমান

/জেইউ/এমও/