ডন

'যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আফগান তালেবান নেতা নিহত'

যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় পাক-আফগান সীমান্তের কাছাকাছি স্থানে নিহত হয়েছেন আফগান তালেবান নেতা মোল্লা আখতার মনসুর।শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে পেন্টাগন। এ নিয়ে আজকের একটি শিরোনাম করেছে ডন নিউজ।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী আফগান তালেবান নেতা মোল্লা মনসুরকে লক্ষ্য করে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে এক বিমান হামলা চালায়।’

ডনের প্রথম পাতা

ওই বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান ও পাকিস্তান উভয় রাষ্ট্রকেই এই বিমান হামলা সম্পর্কে অবগত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও এই হামলার অনুমোদন দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, মোল্লা মনসুর ছিলেন আফগান তালেবানদের নেতা এবং আফগান শান্তি আলোচনার প্রধান প্রতিবন্ধক। তিনিই তালেবানদের সরকারের সঙ্গে আলোচনায় বসে দ্বন্দ্ব নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে দেননি।

পিটার কুক আরও বলেন, ‘আমরা এখনও এই হামলার ফলাফল নিরীক্ষন করছি। পরবর্তীতে এ সম্পর্কে আরও তথ্য সরবরাহ করা হবে।’

আরও পড়ুন: শাস্তি এড়াতে পুরুষের সাজ নিচ্ছেন ইরানের নারীরা

কূটনীতিক ও বিশ্লেষকরা ধারণা করছেন, মোল্লা মনসুরের মৃত্যুতে আফগান তালেবানরা আরও বিভক্ত হয়ে পড়তে পারে। কেননা, পূর্ববর্তী নেতা মোল্লা ওমরের মৃত্যুর সময়ও এমনটাই দেখা গিয়েছিলো।

 

/ইউআর/