টাইমস অব ইন্ডিয়া

কাবুলে ভারতীয় এনজিও কর্মী অপহৃত

আফগানিস্তানে আগা খান ফাউন্ডেশনে কর্মরত এক নারী এনজিও কর্মীকে কাবুল থেকে অপহরণ করা হয়েছে। সশস্ত্র তালেবান সদস্যরা তাকে অপহরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে আজকের শিরোনাম করেছে টাইমস অব ইন্ডিয়া।

জুডিথ ডি’সুজা নামের ওই নারী মূলত কলকাতার বাসিন্দা। তার পিতা ডি ডি’সুজা জানান, তাদের পরিবারকে জানানো হয়েছে, জুডিথ ছাড়াও একজন নিরাপত্তা রক্ষী ও গাড়ি চালককেও অপহরণ করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা

তিনি আরও জানান, জুডিথ আগা খান ফাউন্ডেশনে জেন্ডার ইকুয়ালিটি প্রকল্পে উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। আগামী সপ্তাহেই তার ভারতে ফিরে আসার কথা ছিলো।

জুডিথের বোন অ্যাগনেস সংবাদ মাধ্যমকে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ফোন করেছিলেন। তিনি বলেছেন, তাকে ফিরিয়ে আনার জন্য সব রকম চেষ্টা করছে সরকার।’

আরও পড়ুন: জিন্স পরতে পারবেন না হরিয়ানার স্কুল শিক্ষকরা

জুডিথের অপহরণের কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘জুডিথ ডি’সুজাকে অপরহণ করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বিগ্ন। আফগানিস্তানে আমাদের দূতাবাস বিষয়টি নিয়ে আফগান সরকারের সঙ্গে কথা বলছে। আফগান প্রশাসন আমাদের সব রকম সাহায্য করছে।’

তবে ভারত সরকার সূত্র জানায়, এখনও পর্যন্ত এই অপহরণের দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।         

/ইউআর/