চোখ ধাঁধানো গ্রীষ্মের ফুল

পলাশ আর শিমুলের দিন শেষ হতে না হতেই শুরু হয়েছে আগুনরাঙা কৃষ্ণচূড়ার দিন। চন্দ্রিমা উদ্যানের পাশ দিয়ে পথ চলতে গিয়ে কৃষ্ণচূড়ার চোখ ধাঁধানো রূপ দেখেই বোঝা যায় প্রকৃতিতে জেঁকে বসেছে গ্রীষ্ম। শুধু কি কৃষ্ণচূড়া? গ্রীষ্মের সৌন্দর্য বাড়াতে হাজির স্বর্নাভ হলুদ সোনাইল বা বান্দরের লাঠি এবং বেগুনি রংয়ের মনোমুগ্ধকর জারুল! পাশাপাশি রাধাচূড়া, কুরচি, গুস্তাভিয়া, কাঠগোলাপ, ডুঁলিচাপা, উদয়পদ্ম, পাদাউক, মধুমঞ্জুরী, পেল্টোফোরাম, কমব্রেটাম, পালাম বা পালান, লাল বা গোলাপি সোনালু, নাগেশ্বর, হিজল, লাল ঝুমকো লতা, জ্যাকারান্ডা ইত্যাদি বিভিন্ন রঙিন ফুল শোভা পাচ্ছে প্রকৃতিজুড়ে। গ্রীষ্মের এমন খরতাপেও প্রকৃতির এই রঙিন রূপ আপনাকে দিয়ে যাবে এক পশলা শান্তি।

ফটোফিচারে দেখুন গ্রীষ্মের রঙিন ফুলের ছবি-

জারুল

সোনালু

গুস্তাভিয়া

জ্যাকারান্ডা

কৃষ্ণচূড়া

কাঠগোলাপ

পেল্টোফোরাম

পালান

মধুমঞ্জুরী

হলুদ কৃষ্ণচূড়া

হিজল

নাগালিঙ্গম

 

 ছবি: লেখক

/এনএ/