গোল্ড প্লেটেড গহনার যত্ন

ভারি গহনার জায়গায় ছোট্ট ছিমছাম গোল্ড প্লেটেড গহনা পছন্দ করছেন ফ্যাশনপ্রিয়রা। রূপা অথবা ইমিটেশনের গহনা সহজেই গোল্ড প্লেটেড করে নেওয়া যায়। জমকালো পার্টি থেকে শুরু করে দৈনন্দিন সাজে এসব গহনা মানিয়ে যায় বেশ। তবে গোল্ড প্লেটেড গহনার সঠিক যত্ন না নিলে বিবর্ণ হয়ে যায় দ্রুত। জেনে নিন কীভাবে যত্ন করবেন-  

গোল্ড প্লেটেড গহনা

  • ভেলভেটের জুয়েলারি বক্সে সংরক্ষণ করুন গোল্ড প্লেটেড গহনা।
  • কখনও কেমিক্যালযুক্ত কিছু লাগাবেন না গোল্ড প্লেটেড গহনায়। পাতলা সুতি কাপড় ও কুসুম গরম পানি দিয়ে সাবধানে পরিষ্কার করুন এ ধরনের গহনা।
  • গোল্ড প্লেটেড গহনা সারাদিন না পরে থাকাই ভালো। কারণ ঘাম ও পানিতে নষ্ট হয়ে যেতে পারে রং।

 

/এনএ/