পেঁয়াজের ব্যতিক্রমী গুণ

তরকারি রান্না ছাড়াও পেঁয়াজের রয়েছে বিভিন্ন ব্যবহার। ঠাণ্ডা লাগা দূর করে এটি। পাশাপাশি কাজে লাগে সৌন্দর্যচর্চাতেও। জেনে নিন পেঁয়াজের ব্যতিক্রমী গুণ সম্পর্কে-

পেঁয়াজ

  • ত্বক পুড়ে গেলে পেঁয়াজের রস লাগান। পোড়ার যন্ত্রণা দূর হবে।
  • পোকামাকড়ের কামড়েও পেঁয়াজের রস উপকারী। পোকা কামড়ালে পেঁয়াজের টুকরা ঘষে নিন। জ্বলুনি কমে যাবে।
  • পায়ে আঁচিল হলে পেঁয়াজের রস লাগান। দূর হবে আঁচিল।
  • ঠাণ্ডা লেগে নাক বন্ধ হয়ে গেলে দুই চামচ পেঁয়াজের রস পান করুন। দূর হবে ঠাণ্ডা লাগার অস্বস্তি।
  • মাথার তালুতে ঘষে ঘষে লাগান পেঁয়াজের রস। চুলের বৃদ্ধি বাড়বে।

/এনএ/