রান্নাঘরে নতুন?

কিচেন আইটেম

 

নতুন নতুন সংসার? রান্নাঘরেও নতুন? রান্নাঘরের জন্য যে জিনিসগুলো সবার আগেই দরকার হবে সেটাই জেনে নিন এবার।

১। হামানদিস্তা

দেশীয় খাবার তৈরির জন্য হামানদিস্তা থাকাটা আবশ্যক। বিভিন্ন মশলা বাটা অথবা গুঁড়া করার জন্য এটি অতুলনীয়।

২। বেকিং স্টোন

রান্নাঘরে ছুরি, দা থাকার মতো এটিও বেশ দরকারি। বিশেষ করে এখন যেহেতু বেক করাটা দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে, তাই এর জন্য ট্রেটা থাকা জরুরি।

৩। ছুরি গার্ড

ছুরি অনেক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে যদি ঘরে বাচ্চা থাকে তবে এই ঝুঁকি আরো বেড়ে যায়। তাই ছুরি নিরাপদে রাখার জন্য ছুরি ব্লক বা গার্ড থাকা প্রয়োজন।

 ৪। পরিমাপক কাপ এবং চামচ

রান্নাঘরে নতুন কি পুরান, যে কারো জন্য এসব পরিমাপক সরঞ্জাম খুবই উপকারী। বিশেষ করে সুস্বাদু খাবার তৈরি করতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো থাকলে রেসিপিও নষ্ট হওয়ার আশঙ্কা নেই।

৫। ঝাঁজর বা ছাঁকনি

বিভিন্ন তরকারি বা মাংস ধোয়ার জন্য এটি প্রতিদিনই লাগবে। এর আরেকটি সুবিধা হল এটি অপচয় রোধেও বেশ কাজে দেয়।

৬। রান্নার থার্মোমিটার

এটি সাধারণ থার্মোমিটার নয়। একটু খুঁজলেই সুপার মার্কেটে পাওয়া যাবে। বিশেষ করে নতুনদের জন্য এটি দরকার হবে মাংস ঠিকভাবে রান্না হয়েছে কিনা বোঝার জন্য।

/এফএএন/