হঠাৎ বৃষ্টির সঙ্গী!

কখনও কাঠফাটা রোদের অত্যাচার আবার কখনও এক পশলার হঠাৎ বৃষ্টি! প্রকৃতির মেজাজ মর্জি বুঝে চলাটা এখন একটু মুশকিলই বটে! এই সময় একটু বুঝে পোশাক নির্বাচন করতে পারলে দিনটা কেটে যাবে মোটামুটি স্বাচ্ছন্দ্যেই। পাশাপাশি হঠাৎ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য সঙ্গে রাখা চাই প্রয়োজনীয় কিছু জিনিসও। জেনে নিন সেগুলো কী কী-

রঙিন রেইনকোট

রঙিন রেইনকোট
হঠাৎ বৃষ্টি শুরু হলে রেইনকোটের বিকল্প নেই। রেইনকোটের রংটা একটু গাঢ় হলেই ভালো হয়। প্রয়োজন মেটানোর পাশাপাশি ফ্যাশনেবল রেইনকোটটি ধূসর প্রকৃতিতে নিয়ে আসবে খানিকটা রং!

বহনযোগ্য ছোট ছাতা

ছাতা
রেইনকোট রাখতে না চাইলে ছাতা রাখুন ব্যাগে। ছোট আকারের ছাতা পাওয়া যাচ্ছে বাজারে। সেগুলো বহন করতে সুবিধা বেশ।

রেইনি জুতা

রেইনি জুতা
বৃষ্টির পানি মাড়াতে গিয়ে পোশাক নষ্ট করে ফেলা অথবা পা পিছলে যাওয়ার মতো বিব্রতকর সমস্যা থেকে বাঁচতে বিশেষ ধরনের জুতা পরে বের হতে পারেন। এতে হঠাৎ বৃষ্টি নামলেও অস্বস্তিকর অবস্থায় পড়বেন না।

ব্যাগ রেইনকোট

ব্যাগ রেইনকোট
হঠাৎ বৃষ্টি আসলে সবচেয়ে বেশি ঝামেলা পোহাতে হয় সঙ্গের ব্যাগ নিয়ে। কারণ ব্যাগে মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস থাকে। তাই বৃষ্টি থেকে ব্যাগ বাঁচানোর জন্য ব্যাগ রেইনকোট অবশ্যই রাখবেন সঙ্গে। 

ওয়াটারপ্রুফ মেকআপ

ওয়াটারপ্রুফ মেকআপ
এই আবহাওয়ায় ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করাই ভালো। নাহলে বৃষ্টিতে কাজল অথবা লিপস্টিক নষ্ট হয়ে যেতে পারে।

/এনএ/