চুলের রং দীর্ঘস্থায়ী করতে...

শখ করে চুলে রং করেছেন কিন্তু কয়েক দিন যেতে না যেতেই ফিকে হতে শুরু করেছে? বিভিন্ন কারণে চুলের রং দ্রুত চলে যায়।

চুলের রং দীর্ঘস্থায়ী করতে...

জেনে নিন চুলের রং দীর্ঘস্থায়ী করার কিছু টিপস-

 

  • বাজারে এমন কিছু শ্যাম্পু পাওয়া যায় যেগুলো ব্যবহারে চুলের রং সহজে উঠবে না। ব্যবহার করতে পারেন এমন শ্যাম্পু।
  • চুলের রং দীর্ঘস্থায়ী করার জন্য ডিপ কন্ডিশনিং খুবই কার্যকর।
  • গরম পানি দিয়ে গোসল করবেন না। সবসময় ঠাণ্ডা পানি দিয়ে চুল ধোবেন। এতে রং দ্রুত ফ্যাকাসে হবে না।
  • আধা কাপ পানিতে ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মেশান। দ্রবণটি দিয়ে চুল ধুয়ে ফেলুন। মাসে একবার এটি ব্যবহার করলে চুলের রং অনেকদিন পর্যন্ত উজ্জ্বল থাকবে।
  • অতিরিক্ত শ্যাম্পু ব্যবহারের কারণেও অনেক সময় চুলের রং উঠে যায়। প্রয়োজনের অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না। সব সময় মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।
  • হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার ইত্যাদি যন্ত্র নিয়মিত ব্যবহার করলে চুলের রং ফিকে হয়ে যায়। এগুলো এড়িয়ে চললেই ভালো করবেন।
  • সরাসরি চুলে যেন রোদ না লাগে সেদিকে লক্ষ রাখা জরুরি।

/এনএ/