ঘুরে আসুন অপরূপ জাদুকাটা নদী থেকে

নদীর নাম জাদুকাটা। বাঁধাঘাটের কাছে বারিকটিলায় দাঁড়িয়ে নদীটির বিশালত্ব টের পাওয়া যায়। সাধারণত পাহাড়ি নদীগুলো খুব একটা বড় হয় না। ভুল ভাঙ্গবে জাদুকাটার বুকে দৃষ্টি মেললে। যে কেউ নদীটির বিশালতায় তলিয়ে যাবেন। তারপর জাদুকাটা নামের উৎস সন্ধান করে করে হয়রান হবেন, তবু নদীর মতই কূল কিনার পাবেন না। অসাধারণ রূপময় নদী জাদুকাটা। নদীর প্রতি বাঁকে লুকিয়ে আছে জাদুর পরশ, সঙ্গে মায়ার খেলা। ঝকঝকে আকাশের সঙ্গে পুরো নদীকেই মনে হবে রঙিন ক্যানভাস। শুধু নদী নয়, নদী থেকে প্রতিদিন যে পাথর উত্তোলন করা হয় সে দৃশ্যও দেখার মতোই বটে! পাথর বহনকারী নৌকা বয়ে চলার দৃশ্যও মনোমুগ্ধকর। জাদুকাটা নদীর সৌন্দর্যে মুগ্ধ হতে হলে আপনাকে যেতে হবে হাওর অঞ্চল সুনামগঞ্জ। সুনামগঞ্জের উত্তর পশ্চিমে এবং তাহিরপুর উপজেলা থেকে উত্তরে ভারত সীমান্তে নদীটির অবস্থান। অনেকেই জাদুকাটা সম্পর্কে লিখতে গিয়ে স্বচ্ছ জলের কথা বলেন, আসলে নদীর জল ঘোলা। কিন্তু নদীর উৎসমুখ থেকে শুরু করেই পুরো নদীর বয়ে চলার দৃশ্য অসম্ভব সুন্দর।

ফটোফিচারে দেখুন জাদুকাটা নদীর অপরূপ সৌন্দর্য-

জাদুকাটা নদী

জাদুকাটা নদী

জাদুকাটা নদী

জাদুকাটা নদী

জাদুকাটা নদী

জাদুকাটা নদী

জাদুকাটা নদী

জাদুকাটা নদী

ছবি: লেখক


/এনএ/