গাছে গাছে ঝুলছে পাকা আম। কোথাও আবার রঙিন সব ফুলের জগত, যেখানে উড়ে বেড়াচ্ছে পথ ভুলে যাওয়া প্রজাপতি। সবুজের মনোরম সমারোহ ডানে-বাঁয়ে সবখানেই। ফল আর ফুলের পাশাপাশি রয়েছে নানা ধরনের ঔষধি গাছ ও ঘরে রাখার গাছ। 'বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ'- প্রতিপাদ্য নিয়ে রাজধানীর শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে শুরু হয়েছে বৃক্ষমেলা। গত ৫ জুন শুরু হওয়া এই মেলা চলবে ১৩ জুলাই পর্যন্ত। তবে ঈদের দিন বন্ধ থাকবে মেলা। বন বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান কনক রায় জানালেন এবার সব মিলিয়ে ১২০টি স্টল রয়েছে বৃক্ষমেলায়। ঈদের দিন বাদে ১৩ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে মেলা। ছবিতে দেখে দিন এবারের বৃক্ষমেলার ঝলক।