হোয়াইটহেডস দূর করবে মিন্ট টুথপেস্ট

নাক ও নাকের আশেপাশের ত্বকসহ মুখের তৈলাক্ত অংশে দেখা যায় বিরক্তিকর হোয়াইটহেডস। তেল, ময়লা ও ব্যাকটেরিয়া জমে লোমকূপ বন্ধ হয়ে সৃষ্টি হয় হোয়াইটহেডসের। এটি দূর করার প্রক্রিয়াও বেশ কষ্টকর। তবে মিন্ট টুথপেস্ট ও লবণের একটি ঘরোয়া প্যাকে সহজেই দূর করতে পারবেন হোয়াইটহেডস। মিন্ট বন্ধ হয়ে যাওয়া লোমকূপ খুলতে সাহায্য করে। লবণ কাজ করে প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে।  

হোয়াইটহেডস দূর করবে মিন্ট টুথপেস্ট

জেনে নিন কীভাবে টুথপেস্ট দূর করবে হোয়াইটহেডস-

যা যা লাগবে
মিন্ট টুথপেস্ট
লবণ
বরফের টুকরা

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
মিন্ট টুথপেস্ট ও লবণ একসঙ্গে মেশান। মিশ্রণটি নাক ও নাকের আশেপাশে যেখানে হোয়াইটহেডস আছে সেখানে লাগান। ৫ মিনিট পর পানি দিয়ে হালকা করে ম্যাসাজ করুন। ভালো করে ধুয়ে ফেলুন ত্বক। বরফের টুকরা ঘষে নিন ত্বকে। ত্বক লালচে হয়ে যেতে পারে, তবে এটি দূর হবে দ্রুত।

/এনএ/