চুলের শুষ্কতা দূর করবে প্রাকৃতিক উপাদান

চুল পরিপাটি আঁচড়ে বের হয়েছেন, কিন্তু হঠাৎ বৃষ্টিতে চুল ভিজে নিমেষেই হয়ে গেল এলোমেলো! শুষ্ক চুল যাদের, তারা এ ধরনের বিড়ম্বনায় পড়েন বেশি। কারণ প্রাণহীন চুলে সহজেই জট বেঁধে যায়। এছাড়া শুষ্ক চুল ঝরেও যায় দ্রুত।

শুষ্ক চুল ঝরে যায় দ্রুত

জেনে নিন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে কীভাবে দূর করবেন চুলের রুক্ষতা-   

আমন্ড ও ডিম
কয়েকটি আমন্ড ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করুন। ডিম ফেটিয়ে আমন্ডের পেস্ট মেশান। মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে রাখুন ৪৫ মিনিট। চুল হবে ঝলমলে।

অ্যাভোকাডো
অর্ধেকটি অ্যাভোকাডোর পেস্ট তৈরি করুন। ১ টেবিল চামচ দইয়ের সঙ্গে মেশান পেস্ট। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ৩০ মিনিট। সপ্তাহে দুইবার এই হেয়ার প্যাকটি ব্যবহার করলে কমে যাবে চুলের শুষ্কতা।

নারিকেল তেল
চুলের রুক্ষতা দূর করতে নারিকেল তেলের বিকল্প নেই। নারিকেল তেল গরম করে মাথার তালু ও চুলে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।  

আপেল সিডার ভিনেগার
পানি ও আপেল সিডার ভিনেগার সমপরিমাণে মেশান। দ্রবণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ৩০ মিনিট। দূর হবে চুলের রুক্ষতা।

/এনএ/