মেদ কমাতে 'ডা. ঝুমু খান’স লেজার মেডিক্যাল সেবা'

লেজার মেডিক্যাল

স্থূলতা বা মেদ সমস্যা সমাধানে ডা. ঝুমু খান’স লেজার মেডিক্যাল দিচ্ছে অত্যাধুনিক ট্রিটমেন্ট। এখানে মেদ কমানোর অত্যাধুনিক ট্রিটমেন্ট ‘বাইকম থেরাপি’ দেওয়া হয়। এতে প্রতিটি সেশনে এক থেকে দুই কেজি ওজন কমানো যায়। এই থেরাপি বডির মেটাবলিজম হার বাড়ায়, ক্ষুধা নিয়ন্ত্রণ করে, খাদ্যের প্রতি আকর্ষণ কমায়, এনার্জি লেভেল বাড়ায়, হরমোন লেভেল নিয়ন্ত্রন করে। এছাড়াও বডি শেপিংয়ের জন্য রয়েছে অত্যাধুনিক নন-সার্জিক্যাল ট্রিটমেন্ট ‘আল্ট্রাসনিক লাইপোলাইসিস’। এই ট্রিটমেন্টে আল্ট্রাসাউন্ড ওয়েভের মাধ্যমে বডির নির্দিষ্ট এরিয়ার ফ্যাট সেলগুলো ভেঙ্গে দেওয়া হয়। যার ফলে বডির কাঙ্ক্ষিত আকৃতি অর্জন করা সম্ভব হয়। ডা. ঝুমু খান’স লেজার মেডিক্যাল সেন্টারে  ট্রিটমেন্টের পাশাপাশি স্থূলতা অনুযায়ী সুষম খাদ্য তালিকা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়, ফলশ্রুতিতে সহজেই ওজন কমানো সম্ভব হয়।

/এফএএন/