সঙ্গী একা থাকতে চাচ্ছে?

সম্পর্কে টানাপড়েন চলতেই পারে। সবসময় যে খোলাখুলি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে এমন নয়। অনেক সময় চুপচাপ থেকেও করা যায় সম্পর্কের বিভিন্ন সমস্যার সমাধান। হঠাৎ যদি দেখেন সঙ্গী একা থাকতে চাচ্ছে তবে তাকে বিরক্ত না করাই ভালো। একাকী কিছু সময় কাটানোর ফলেই হয়তো ফিরে আসবে সম্পর্কের উচ্ছলতা।

সঙ্গী একা থাকতে চাইলে তাকে সময় দিন

জেনে নিন কী কারণে সঙ্গী একা থাকতে চাইতে পারে-   

সে দ্বিধাগ্রস্ত
হতে পারে কিছু বিষয় নিয়ে সে দ্বিধায় আছে। সম্পর্ক নিয়ে হয়তো সে কিছুদিন ভাবতে চাচ্ছে। এজন্য তার  সময় প্রয়োজন। এসময় অধৈর্য হওয়া ঠিক নয়। সঙ্গীকে বারবার প্রশ্ন না করে তাকে সময় দিন। দ্বিধা থেকে সে বের হল নিজ থেকেই আপনাকে কারণ জানাবে।

সে নিজের মতো সময় কাটাতে চায়
অনেক সময় কাজ, সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ততার ফলে একঘেয়েমি চলে আসে জীবনে। এসময় সবকিছু থেকেই খানিকটা দূরত্ব বজায় রেখে চলতে ইচ্ছে হয়। হতে পারে সঙ্গী এমনই কিছু সময় পার করছে।

আপনি তাকে ভালোবাসেন কিনা সেটা যাচাই করছে!
মানুষের মন বিচিত্র। আপনি সঙ্গীকে ভালোবাসেন কিনা সেটা জানার জন্যই হয়তো সে আপনাকে পরীক্ষা করছে! এমন কিছু হলে তাকে বিরক্ত না করে ছোট্ট টেক্সট দিতে পারেন যে আপনার তার কথা মনে পড়ছে।

/এনএ/