সৌন্দর্যচর্চায় গ্রিন টি

ব্যবহৃত টি ব্যাগ ফেলে দিই আমরা। তবে এই টি ব্যাগ দিয়েই কিন্তু তৈরি করা যায় চমৎকার ফেসপ্যাক। টোনার ও স্ক্রাবার হিসেবেও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় টি ব্যাগ। পাশাপাশি ঝলমলে চুলের জন্যও ব্যবহার করা যায় এটি।

সৌন্দর্যচর্চায় গ্রিন টি

জেনে নিন সৌন্দর্যচর্চায় গ্রিন টি ব্যাগের নানান ব্যবহার-

  • ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করতে পারেন টি ব্যাগ। ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ফেলে না দিয়ে পানিতে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। লিকার ঠাণ্ডা করে মুখে ধুয়ে নিন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। উজ্জ্বল হবে ত্বক।
  • গ্রিন টি ব্যাগ থেকে চা পাতা বের করে মোটা ডানা চিনির সঙ্গে মেশান। সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি ত্বকে লাগান ঘষে ঘষে। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের মোড়া চামড়া।
  • ব্যবহৃত টি ব্যাগ এক মগ পানিতে ডুবিয়ে রাখুন এক ঘণ্টা। শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ধুয়ে নিন। ঝলমলে হবে চুল।
  • টোনার হিসেবে ব্যবহার করতে পারেন টি ব্যাগ। গোলাপজল গরম করুন। ফুটে ওঠার আগে টি ব্যাগ দিয়ে কয়েক মিনিট রেখে দিন। নামিয়ে ঠাণ্ডা করে স্প্রে বোতলে করে ফ্রিজে রেখে দিন সলিউশনটি। প্রতি রাতে ত্বকে স্প্রে করে নিন। চমৎকার টনার হিসেবে কাজ করবে এটি।
  • কার্যকরী ফেসপ্যাক তৈরি করে ফেলতে পারেন ব্যবহৃত টি ব্যাগ দিয়ে। গ্রিন টি ব্যাগ থেকে চা পাতা বের করে বেকিং সোডা ও কয়েক ফোঁটা মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। ত্বক হবে কোমল ও উজ্জ্বল।

 

/এনএ/