আবেগে ভাসাবে যে ৬ ছবি

কিছু মুহূর্ত যেমন আমাদের আনন্দে ভাসায়, ঠিক তেমনই কিছু মুহূর্ত হাহাকারে পরিপূর্ণ করে তোলে হৃদয়কে। অনেক সময় সব অনুভূতি লিখে কিংবা বলে প্রকাশ করা যায় না। অথচ কেবল একটি ছবিই বলে দেয় অনেক কথা। ক্যামেরায় ধরে রাখা অসাধারণ একটি মুহূর্ত ধরা দেয় হাজারও গল্প হয়ে।   

দেখুন এমনই আলোচিত ৬ ছবি-   

একটি অপুষ্ট হাত

একটি অপুষ্ট হাত
বড় হাতটি একজন ধর্মপ্রচারকের, অপরদিকে অপুষ্ট হাতটি একজন আফ্রিকান শিশুর। সমাজের বৈষম্য প্রকটভাবে বোঝাতে সক্ষম এই ছবিটি।  

বাবার শেষকৃত্যে

বাবার শেষকৃত্যে  
যুদ্ধে শহীদ বাবার শেষকৃত্যে অংশ নিতে যাচ্ছে ছোট্ট ছেলে। তাকে সান্ত্বনা দিচ্ছেন বাবার সহকর্মী।

বন্দী পশুর হাহাকার

বন্দী পশুর হাহাকার 


বনে ছুটে বেড়ানো স্বাধীন কোনও প্রাণীকে যখন বন্দী করে ফেলা হয় তখন তারমধ্যে কাজ করে চরম অসহায়ত্ব। ছবিতে একটি জিরাফ দেয়ালে আঁকা ছবি থেকে পাতা খাওয়ার চেষ্টা করছে।

শিশু টেনে নিয়ে যাচ্ছে মদ্যপ বাবাকে

শিশু টেনে নিয়ে যাচ্ছে মদ্যপ বাবাকে
শিশুকে নিরাপত্তা প্রদান করেন একজন বাবা। কিন্তু ছবিতে অসহায় শিশুটি মদ্যপ বাবাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিরাপদ আশ্রয়ে।

শোকার্ত কুকুর


শোকার্ত কুকুর
ছবির কুকুরটির নাম লিয়াও। ব্রাজিলে ভূমিধ্বসে নিহত মালিকের কবর পাহারা দিচ্ছে সে।

প্রিয় শিক্ষকের শেষকৃত্যে

প্রিয় শিক্ষকের শেষকৃত্যে
একজন প্রিয় শিক্ষক, যার সাহায্যে নতুন জীবনের সন্ধান পেয়েছে ডেইগো; তিনি আর নেই। সেই প্রিয় শিক্ষকের শেষকৃত্যে চোখের জল ধরে রাখতে পারেনি ডেইগো। একই বছর ডেইগো মারা যায় লিউকেমিয়ায়।

 

/এনএ/