শিশুর দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদা পূরণ হচ্ছে তো?

বাড়ন্ত শিশুর জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁত গঠনে সাহায্য করে। ১ থেকে ৩ বছর বয়সী শিশুর দৈনন্দিন ৭০০ মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। ৪ থেকে ৮ বছর বয়সী শিশুর প্রয়োজন ১০০০ মিলিগ্রাম।

আপনার শিশু পর্যাপ্ত দুধ পান করছে কিনা সেদিকে নজর দিন।

 

আপনার শিশুর দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদা পূরণ হচ্ছে কিনা সেদিকে নজর রাখা জরুরি। জেনে কিছু প্রয়োজনীয় টিপস-

  • অনেক শিশু দুধের বদলে কোল্ড ড্রিংক বেশি পান করে। তাদের ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। আপনার শিশু পর্যাপ্ত দুধ পান করছে কিনা সেদিকে নজর দিন।
  • পনির রাখুন শিশুর প্রতিদিনের খাবারে।
  • শিশু ফ্রুট সালাদ খেতে পছন্দ করলে সালাদে দই মিশিয়ে দিন। বেশ খানিকটা ক্যালসিয়াম পাবে শিশু।
  • শিশুকে রোদে খেলতে দিন। রোদে থাকা ভিটামিন ডি শরীরের ক্যালসিয়াম শোষণ ক্ষমতা বাড়ায়।
  • শিশু দুধ পান করতে না চাইলে দুধ দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে দিন। এতে ক্যালসিয়ামের ঘাটতি হবে না।
  • শিশু স্মুদি পান করতে পছন্দ করলে মিল্ক পাউডার মিশিয়ে দিন স্মুদিতে।

/এনএ/