ত্বক ও চুলের যত্নে মেয়োনেজ!

বার্গার কিংবা ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় মেয়োনেজ। জানেন কি এই মেয়োনেজই ব্যবহৃত হয় সৌন্দর্যচর্চার চমৎকার উপাদান হিসেবে? মূলত তেল ও ডিমের কুসুম দিয়ে তৈরি হয় মেয়োনেজ। এটি ত্বক ও চুলের যত্নে অত্যন্ত কার্যকর। চুলের আগা ফাটা ও বিবর্ণ ভাব দূর করে মেয়োনেজ। পাশাপাশি সুন্দর ও দাগহীন উজ্জ্বল ত্বক পেতেও এর জুড়ি মেলা ভার।

মেয়োনেজ

জেনে নিন রূপচর্চায় মেয়োনেজের বিভিন্ন ব্যবহার সম্পর্কে-

  • প্রাকৃতিক ময়েশ্চারাইজ হিসেবে কাজ করে মেয়োনেজ। সামান্য মেয়োনেজ ত্বকে লাগিয়ে রেখে কিছুক্ষণ অপেক্ষা করুন। ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন মুখ। কোমল হবে ত্বক।
  • মেয়োনেজের সঙ্গে সামান্য চিনি অথবা ওটমিল মিশিয়ে ত্বকে ঘষুন। এটি চমৎকার স্ক্রাবার হিসেবে কাজ করবে।
  • যাদের নখ শুষ্ক ও ভঙ্গুর, তারা নিয়মিত নখে মেয়োনেজ লাগান। দূর হবে নখের রুক্ষতা।
  • ত্বকের বলিরেখা দূর করতে পারে মেয়োনেজের ফেসপ্যাক।
  • চুল নরম ও ঝলমলে করে মেয়োনেজ। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন এটি।
  • চুলে মেয়োনেজ লাগিয়ে রাখুন সারারাত। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। উকুন দূর হবে।

 

/এনএ/