মেহেদির রং গাঢ় করতে...

উৎসব হোক কিংবা বিশেষ কোনও উপলক্ষ, মেহেদির রং ছাড়া যেন পূর্ণতা পায় না উৎসবের আমেজ। সেই মেহেদির রং যদি মনের মতো না হয় তাহলে কি চলে? মেহেদির রং গাঢ় করতে ব্যবহার করতে পারেন কিছু প্রাকৃতিক উপাদান। মেহেদি লাগানোর পর এগুলো ব্যবহার করুন। পাশাপাশি কিছুদিন হাত দুটোকে সাবান শ্যাম্পু থেকে দূরে রাখুন। দীর্ঘদিন থাকবে মেহেদির রং।

মেহেদির রং গাঢ় করতে...

 

জেনে নিন কীভাবে মেহেদির রং গাঢ় করবেন-    

লবঙ্গ

প্যানে কয়েকটি লবঙ্গ নিয়ে গরম করুন। মেহেদি লাগানো হাত প্যানের উপর ধরে ধোঁয়াটুকু লাগান হাতে। লবঙ্গতে রয়েছে এমন কিছু উপাদান যা ত্বক উষ্ণ রাখে। ফলে মেহেদির রং গাঢ় হয়।  

টি ট্রি অয়েল

টি ট্রি অয়েলে তুলা ভিজিয়ে ২ ঘণ্টা পর পর মেহেদি লাগানো হাতে চেপে ধরুন। রং গাঢ় ও উজ্জ্বল হবে।

চিনি ও লেবু
১ টেবিল চামচ চিনি সিরার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। হাতের মেহেদি শুকিয়ে গেলে মিশ্রণটি লাগান। কয়েকবার লাগাতে পারেন। রং গাঢ় হবে।

ল্যাভেন্ডার অয়েল
কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল লাগান মেহেদির উপর। রং হাতে থাকবে অনেক দিন।

 

/এনএ/