ঝকঝকে স্নানঘরের জন্য

পরিষ্কার বাথরুম

 

ব্যবহার বেশি হওয়ায় ঘরের অন্য সব কক্ষের তুলনায় স্নান ঘর তথা বাথরুমটাই দ্রুত নোংরা হয়।একবার পরিষ্কার করার অল্প কিছু দিনের মাঝেই ঝকঝকে ভাব আর থাকে না।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত অসাধারণ কিছু টিপস, যা আপনার স্নানঘরের ঝকঝকে ভাব ধরে রাখবে দীর্ঘদিন। এক নজরে দেখে নিন কী সেগুলো।

১) স্যানিটারি এবং সৌন্দর্য বর্ধনের পণ্যগুলো ব্যবহার করে তা বেসিনের নিচে কিংবা আলমারির ভিতরে রেখে দিন। অযথা কোন কিছু স্নানঘরে ফেলে রাখবেন না।

২) অনেকদিন পর পর স্নানঘর পরিষ্কার না প্রতিদিন গোসলের আগে পানি ও ভিনেগার মিশিয়ে স্নানঘরের মেঝে ও দেয়াল ভাল করে পরিষ্কার করুন। ফলে স্নানঘরটি ঝকঝকে থাকবে।

৩) আপনার স্নানঘরে পর্দা থাকলে তা নিয়মিত পরিষ্কার রাখুন। বেসিনের পাশে হাতগামছাটির ক্ষেত্রেও একই নিয়ম। এক গামছা দীর্ঘদিন ব্যবহার করবেন না। রোজ সকালে একটি পরিচ্ছন্ন গামছা রাখুন।

৪) কখনও কাপড় কিংবা ভেজা গামছা স্নানঘরের মেঝেতে ফেলে রাখবেন না। ব্যবহারের তৎক্ষণাৎ তা বারান্দায় কিংবা ছাদে শুকাতে দিন। ফলে কাপড় নষ্ট হবে না এবং দুর্গন্ধ ছড়াবে না।

৫) স্নানঘরকে দুর্গন্ধমুক্ত রাখতে এয়ারফ্রেশনার কিংবা বিভিন্ন সুগন্ধি রাখুন। তবে খুব কড়া সুগন্ধি ব্যবহার না করাই শ্রেয়।

/এফএএন/