বানিয়ে ফেলুন পলকা ডটের ওড়না!

টি-শার্ট পুরনো হয়ে গেছে? ফেলে না দিয়ে পুরনো টি-শার্ট থেকে নিজেই বানিয়ে ফেলতে পারেন চমৎকার ওড়না! জেনে নিন কীভাবে তৈরি করবেন-

একরঙা টি-শার্ট বাছাই করে নিন

একটি একরঙা টি-শার্ট বাছাই করে নিন। এবার টি-শার্টের ঠিক হাতার নিচ থেকে নিচের অংশটুকু আলাদা করে কেটে ফেলুন। রোটারি কাটার দিয়ে কাটলে ভালো হয়। ধারগুলো যেন সোজাভাবে কাটে সেদিকে খেয়াল রাখতে হবে।

ফোম ফেব্রিক রঙে ভিজিয়ে এভাবে ডট বানান

এবার একটি ছোট্ট ফোমের টুকরো আপনার পছন্দ মতো ফেব্রিক রঙে ভিজিয়ে পলকা ডট বানাতে থাকুন।

শুকিয়ে নিন রং

রং শুকিয়ে নিন। তৈরি হয়ে গেল পলকা ডটের ওড়না!

পলকা ডটের ওড়না

/এনএ/