এক স্ক্রাবেই দূর হবে রোদে পোড়া দাগ!

নিয়মিত বাইরে বের হলে ত্বকের খোলা অংশ রোদে পুড়ে তামাটে বর্ণ ধারণ করে যা খুবই দৃষ্টিকটু। এই সমস্যার সমাধানে ঘরেই তৈরি করে নিতে পারেন চমৎকার একটি স্ক্রাব। শসা দিয়ে তৈরি এই স্ক্রাবটি রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি ত্বকে থাকা মরা চামড়াও দূর করবে।

এক স্ক্রাবেই দূর হবে রোদে পোড়া দাগ!

জেনে নিন কীভাবে তৈরি করবেন স্ক্রাবটি-

যা যা লাগবে
শসার রস
অ্যালোভেরা জেল
গুঁড়া চিনি
লেমন এসেনশিয়াল অয়েল
অলিভ অয়েল

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
একটি শসা কেটে রস বের করে নিন। শসার রসে অ্যালোভেরা জেল মেশান। মিশ্রণে গুঁড়া চিনি দিন। ২ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে নেড়ে কয়েক ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল দিন।
গোসলের আগে স্ক্রাবটি ত্বকে ম্যাসাজ করুন। রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি এটি আপনাকে দেবে কোমল ও সুন্দর ত্বক।

 

/এনএ/