ত্বকের প্রাকৃতিক স্ক্রাব কফি!

ত্বক বিবর্ণ হয়ে যাওয়ার অন্যতম কারণ মরা চামড়ার উপস্থিতি। এছাড়াও ধুলাবালি লোমকূপে আঁটকে সৃষ্টি হয় ব্ল্যাকহেডস। এগুলো ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট করে। নিয়মিত স্ক্রাব ব্যবহার করলে মুক্তি পাবেন এসব সমস্যা থেকে।

প্রাকৃতিক স্ক্রাব কফি!

জেনে নিন কয়েকটি প্রাকৃতিক স্ক্রাব সম্পর্কে-  

কফি
অলিভ অয়েলের সঙ্গে কফি মিশিয়ে পেস্ট তৈরি করুন। গোসলের আগে ত্বকে ঘষে ঘষে লাগান মিশ্রণটি। মরা চামড়া দূর করার পাশাপাশি এটি বলিরেখা দূর করতেও সাহায্য করবে।

চিনি
নারিকেল তেলের সঙ্গে চিনি মিশিয়ে তৈরি করুন স্ক্রাব। ধীরে ধীরে ম্যাসাজ করুন ত্বকে। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ওটমিল
ওটমিল গুঁড়া করে তেলের সঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। এটি ত্বকে নিয়ে আসবে উজ্জ্বলতা।

স্ট্রবেরি
চমৎকার প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে স্ট্রবেরি। স্ট্রবেরি চটকে ত্বকে লাগান। চাইলে লেবু অথবা চিনি মিশিয়েও লাগাতে পারেন। কাজ হবে দ্রুত।

মধু
মধু সরাসরি লাগান ত্বকে। এটি ত্বকের মরা চামড়া দূর করবে। পাশাপাশি ত্বক হবে কোমল ও উজ্জ্বল।

 

/এনএ/