চশমার সঙ্গে সাজ!

চশমা পরলে সাজা যাবে না ব্যাপারটা কিন্তু একদম এমন নয়! চশমার সঙ্গে মানানসই সাজ বরং আপনার ফ্রেমের সৌন্দর্যই বাড়িয়ে দেবে অনেকাংশে!

চশমার সঙ্গে সাজ!

যারা চশমা ব্যবহার করেন তারা জেনে নিন সাজের কিছু গুরুত্বপূর্ণ টিপস-  

  • চশমা ব্যবহার করছেন বলে ত্বকে ফাউন্ডেশন হালকা করে লাগানোর দরকার নেই। বরং ঠিকঠাক সাজ থাকলে চশমার বদলে আপনার সাজই সবার বেশি নজর কাড়বে।   
  • চশমা পরেছেন বলে কেউ আপনার চোখের সাজ আমলে নেবে না এটা ভেবে থাকলে ভুল ভাবছেন! বরং চশমার মাঝ দিয়েও যেন চোখ দুটোকে আরও বেশি সুন্দর দেখায় সেজন্য মেকআপ জরুরি। আই লাইনার চোখের কোণা দিয়ে টেনে দিন। এতে চোখ বড় দেখাবে।
  • মাস্কারা ব্যবহার করাও জরুরি।  
  • ভারী চশমা থাকার কারণে ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক দিতে চান না অনেকেই। তবে মোটা ফ্রেমের সঙ্গে গাঢ় লিপস্টিকই কিন্তু বেশি মানায়! একবার লাগিয়েই দেখুন।

/এনএ/