ঘরেই তৈরি করুন পিনাট বাটার!

পাউরুটির সঙ্গে সুস্বাদু পিনাট বাটার হতে পারে চমৎকার সকালের নাস্তা। স্বাস্থ্যকর পিনাট বাটার শিশুদের জন্যও খুব উপকারী। বাজার থেকে না কিনে নিজেই বানিয়ে ফেলতে পারেন মজাদার পিনাট বাটার। এটি তৈরি করা খুবই সহজ।

ঘরেই তৈরি করুন পিনাট বাটার!

জেনে নিন কীভাবে তৈরি করবেন-

উপকরণ
বাদাম- ২ কাপ
তেল- ২ চা চামচ
মধু- ২ চা চামচ
কোকো পাউডার- ২ চা চামচ
দারুচিনি গুঁড়া- ১/২ চা চামচ
চকোলেট চিপস- ২ চা চামচ
লবণ- স্বাদ মতো

প্রস্তুত প্রণালি
প্যানে বাদাম ভেজে নিন ৫ মিনিট। ভাজা বাদাম গ্রিন্ডারে গুঁড়া করুন। তেল, লবণ, মধু, কোকো পাউডার, দারুচিনি গুঁড়া ও চকোলেট চিপস দিয়ে আরও ৫ মিনিট মিক্স করুন মেশিনে। মেশিন থেকে বের করে বয়ামে সংরক্ষণ করুন মজাদার পিনাট বাটার।

 

/এনএ/