চুলের আগা ফাটা রোধ করতে...

সঠিক যত্ন ও পুষ্টির অভাবে চুল হারিয়ে ফেলে তার স্বাভাবিক সৌন্দর্য। নিষ্প্রাণ হয়ে যাওয়া চুলের যত্নে ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রাকৃতিক উপাদান। ভেঙে যাওয়া বিবর্ণ চুলের জন্য এগুলো খুবই কার্যকর। হাতের কাছেই থাকা এসব উপাদান নিয়মিত ব্যবহারে দূর হবে চুলের আগা ফাটা।

চুলের আগা ফাটা রোধ করতে...

জেনে নিন কোন কোন উপাদান ব্যবহারে দূর হবে চুলের আগা ফাটা-   

ডিম
ডিমে রয়েছে প্রোটিন যা চুলে পুষ্টি যোগায়। ডিম ফেটিয়ে ২ টেবিল চামচ নারিকেল তেল মেশান। মিশ্রণটি চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আগা ফাটা কমে যাবে। পাশাপাশি চুল হবে উজ্জ্বল।

অ্যালোভেরা
অ্যালোভেরা জেল চুলের আগায় লাগিয়ে রাখুন। নিয়মিত করলে চুলের আগার জৌলুস ফিরে আসবে।

দই
অলিভ অয়েল ও দই মিশিয়ে তৈরি নতুন হেয়ার প্যাক। প্যাকটি চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। আগা ফাটা রোধ করার চমৎকার প্যাক এটি।

মেয়োনেজ
গোসলের আগে মেয়োনেজ ও নারিকেল তেলের মিশ্রণ চুলে লাগান। এটি দূর করবে চুলের আগা ফাটা।

নারিকেল তেল
নারিকেল তেল কুসুম গরম করে চুলে ম্যাসাজ করুন। গরম তোয়ালে দিয়ে পেঁচিয়ে নিন চুল। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ভঙ্গুর চুলের জন্য খুবই কার্যকর এটি।

ভিটামিন-ই
ভিটামিন-ই ক্যাপসুল থেকে তেল বের করে চুলের আগায় লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

মধু
সামান্য মধু চুলের আগায় লাগিয়ে রাখুন গোসলের আগে। এটি প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করবে চুল।

 

/এনএ/