চুল পড়া কমাবে ঘরে তৈরি তেল

চুল পড়ে যাওয়া নিয়ে কমবেশি অভিযোগ রয়েছে সবারই। খুশকি, পুষ্টির অভাব, চুলের গোড়া নরম হয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন কারণে চুল পড়ে যেতে পারে। ঘরে তৈরি তেল সমাধান দিতে পারে চুল পড়া সমস্যার।

চুল পড়া কমাবে ঘরে তৈরি তেল

চুলে প্রয়োজনীয় পুষ্টির জোগান দিয়ে চুল পড়া কমাতে ৩ ধরনের তেল প্রস্তুত করে নিতে পারেন নিজেই। জেনে নিন কীভাবে-    

নিম তেল
নারিকেল তেলে কয়েকটি নিম পাতা দিয়ে ফুটিয়ে নিন। তেলটুকু আলাদা করে কুসুম গরম থাকতে থাকতে মাথার তালুতে ম্যাসাজ করুন। নিয়মিত ম্যাসাজ করলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে। ফলে চুল পড়া কমার পাশাপাশি চুলের বৃদ্ধিও দ্রুত হবে। মাথার তালুতে অ্যালার্জি থাকলে নিমের অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান দূর করবে সেটাও।  

আমলকী তেল
আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। চুলে প্রাকৃতিকভাবে পুষ্টি যোগায় এটি। আমলকী তেল তৈরি করার জন্য কয়েকটি শুকনা আমলকীর টুকরা নারিকেল তেলে দিয়ে ফুটান। তেল চুলের গোড়ায় ম্যাসাজ করুন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার লাগিয়ে নিন।

অলিভ ও ভিটামিন ই অয়েল
আধা কাপ অলিভ অয়েল নিন। ২টি ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে মেশান অলিভ অয়েলে। তেলের মিশ্রণ লাগান চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। চুল পড়া কমানোর পাশাপাশি ভিটামিন ই বাড়াবে চুলের বৃদ্ধি।

 

/এনএ/