আর নয় ডার্ক সার্কেল!

চোখের আশেপাশের অংশ কালো হয়ে সৃষ্টি হয় ডার্ক সার্কেল। পর্যাপ্ত ঘুমের অভাব, ক্লান্তিসহ বিভিন্ন কারণে দেখা দিতে পারে ডার্ক সার্কেল।

আর নয় ডার্ক সার্কেল!
ঘরে তৈরি বিভিন্ন প্যাকের সাহায্যে দূর করতে পারেন ডার্ক সার্কেল। জেনে নিন কীভাবে-

আলু ও শসার রস

১ চা চামচ আলুর রসের সঙ্গে শসার রস মেশান। দ্রবণটি চোখের আশেপাশে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি লাগালে দূর হবে ডার্ক সার্কেল।

আমন্ড অয়েল ও মধু

আধা চা চামচ মধুর সঙ্গে ৩ ফোঁটা আমন্ড অয়েল মেশান। মিশ্রণটি চোখের নিচে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ বার এটি লাগালে দূর হবে চোখের আশেপাশের কালচে দাগ।

পুদিনা পাতা ও টমেটোর রস

কয়েকটি পুদিনা পাতা ছেঁচে টমেটোর রস মেশান। মিশ্রণটি আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন ১০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখ।

কমলার রস ও গ্লিসারিন

১ চা চামচ কমলার রসের সঙ্গে আধা চা চামচ গ্লিসারিন মেশান। তুলার বল ভিজিয়ে চোখের আশেপাশের ত্বকে চেপে নিন। শুকিয়ে গেলে ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

/এনএ/