আপ্যায়নে কুটুমবাড়ি

কুটুমবাড়ি

 

রাজধানীর আড্ডাবাজ ভোজন রসিকদের কাছে একটি পরিচিত নাম কুটুমবাড়ি রেস্তোরা। ০কি.মি ট্যাগলাইন নিয়েই লালমাটিয়ার পর দ্বিতীয় শাখা এখন পান্থপথে। নানা ঢঙে রান্না করা ভিন্ন স্বাদেও খাবারের মধ্যে এখানে পাওয়া যাবে ইরানি বিরিয়ানি, তেহেরানি তেহারিদিল্লীকা খিচুড়ির প্যাকেজ, আচারি গরুর মাংস, মুরগির মাংস, গরুর কড়াই গোশত আর মুরগি, সামুদ্রিক মাছ চিলি, মুরগির ঝাল ফ্রাই, মুরগির টিক্কা, বারবিকিউ মুরগি, গরুর শিক কাবাবগরুর বটি কাবাব, মুরগির রেশমি কাবাব।

রয়েছে বিভিন্ন সমুচা, স্প্রিংরোল, শামি কাবাব, কাটলেট, বার্গার, স্যান্ডউইচসহ আরও হরেক রকম আয়োজন। আছে ছোলা বাটোরা, দই ফুচকা, সাসলিক ইত্যাদি খাবারও। শুধু তাই নয়, চাইনিজ খাবারের বিশাল পসরা সাজিয়েছে কুটুমবাড়ি।

কুটুমবাড়ির দুয়ার খোলা প্রতিদিন সকাল আটটা থেকে রাত ১টা পর্যন্ত। দেশি কিংবা বিদেশি যেকোনো মজার মজার খাবার স্বাদ নিতে প্রিয়জনের সাথে ঘুরে আসুন কুটুমবাড়ি।

/এফএএন/