ঈদের আগেই উজ্জ্বল হোক ত্বক!

ত্বকে মরা চামড়া জমে ধুলাবালি ও ময়লা আঁটকে লোমকূপ বন্ধ হয়ে যায়। এতে ত্বক হয়ে পড়ে নিষ্প্রাণ। আসছে ঈদ। উৎসবের আগেই ত্বকের রুক্ষতা দূর করতে খানিকটা বাড়তি যত্ন তো নিতেই হবে!

খুব সহজেই ঘরে তৈরি একটি স্ক্রাবের সাহায্যে মরা চামড়া দূর করে ত্বকে ফিরিয়ে আনতে পারেন জৌলুস।

ঈদের আগেই উজ্জ্বল হোক ত্বক!

জেনে নিন কীভাবে স্ক্রাব তৈরি ও ব্যবহার করবেন-   

যা যা লাগবে

১টি লেবুর খোসা

১টি কমলার খোসা
১টি লেবুর রস
২ টেবিল চামচ অলিভ অয়েল
২ কাপ গুঁড়া চিনি
লেমন ও অরেঞ্জ এসেনশিয়াল অয়েল

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন

লেবু ও কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে চিনি মেশান। মিশ্রণে আস্ত লেবু চিপে দিন। অলিভ অয়েল মিশিয়ে চামচ দিয়ে নাড়তে থাকুন। বেশি শুকনা মনে হলে আরও খানিকটা অলিভ অয়েল মেশান। দুই ফোঁটা করে লেমন ও অরেঞ্জ এসেনশিয়াল অয়েল দিন।

গোসলের আগে স্ক্রাবটি মুখসহ পুরো শরীরে ঘষে লাগান। এটি মরা চামড়া দূর করার পাশাপাশি ত্বকের রোদে পোড়া ভাব কমাবে। এছাড়া প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করবে এটি। সপ্তাহে একবার ব্যবহার করুন এই স্ক্রাব।

 

/এনএ/