দরকার দা-বটি-খাইট্টা!

 

প্রস্তুত দা-বটি

কোরবানির ঈদ আসলেই ব্যস্ত হয়ে পড়ে কারওয়ানবাজারের কামারপাড়া। চাহিদার তুলনায় একটু বেশিই প্রস্তুতি নিয়ে রাখেন তারা। চাপাতি, ছুরি, ডেউ এবং কোরবানির জন্য প্রয়োজনীয় অন্যান্য আনুসাঙ্গিক জিনিসপত্রের চাহিদা থাকে ব্যপক আকারে। এসব জিনিসপত্র কেউ বিক্রি করেন কেজি দরে আবার কেউ পিস হিসেবে।

চাপাতি

চাপাতির কেজি ৭৫০ টাকা আবার পিস হিসেবে নিতে গেলে পরে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত। দেশীয় চাপাতির পাশাপাশি রয়েছে চাইনিজ চাপাতিও যার মুল্য ৩০০ টাকা। তবে চাইনিজ থেকে আমাদের দেশীয় চাপাতির মান অনেক ভালো বলে জানান কারওয়ানবাজারের ব্যবসায়ীরা।

ছুরি

ছুরি রয়েছে বিভিন্ন দামের এবং বিভিন্ন মানের। দেশি ছুরি কিনতে গেলে দাম পড়বে সর্বনিম্ন ১২০ টাকা এবং সর্বোচ্চ এক হাজার টাকা।

পশু কোরবানির জন্য সবার প্রথমেই দরকার পড়ে ডেউ, যা দিয়ে পশুর গলা কাটা হয়। এটাও এখানে পাওয়া যাবে ৩০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে।

মাংস অথবা হাড় কাটতে দরকার পড়ে কুড়াল। দেশি কুড়াল পাওয়া যাবে ৮০০ টাকায় এবং চাইনিজ ৪০০ টাকায়।

এছাড়া আরও প্রয়োজন পড়ে দা। এটাও এখানে থেকে কিনতে গেলে কেজি দরে কিনতে হবে। দা এর কেজি প্রতি মুল্য ৭০০ টাকা আবার মান ভেদে প্রতি পিসের দাম ৫০০ টাকা থেকে ৮০০ টাকা।

খাইট্টা

ঈদের দিন গরু জবাইয়ের পরপর আপনার প্রথম যেটি দরকার হবে সেটি হচ্ছে চাটাই ও খাইট্টা। দা-বটি, ছুরি, ডেউয়ের পাশাপাশি এই জিনিসগুলোও অপরিহার্য। চাটাই পাওয়া যাবে ১২০-১৫০ টাকায়। খাইট্টা কিনতে গেলে আকার অনুযায়ী দাম নিবে।ছোট সাইজের খাইট্টা নিবে২৫০ টাকা আর বড়টা নিবে ৫০০ টাকা।

ঈদকে সামনে রেখে বিক্রির অবস্থা মোটামুটি বলে জানান ব্যবসায়ীরা। শুক্রবার বিক্রির ধুম থাকলেও আজকে আবার বেচাকেনা কম। তবে আগামিকাল আবার বিক্রি বাড়বে বলে আশা ব্যবসায়ীদের।

এবার কামার পাড়ায় ভিড় নেই বললেই চলে

/এফএএন/