দেখে কিনুন কোরবানির গরু এবং যত্ন নিন

 

কোরবানির গরু...

 এখনও যারা কোরবানির গরু কেনেননি, কেনার জন্য শেষ মুহূর্তে হাটে হাটে ঘুরছেন কিংবা অনলাইনে কোরবানির পশু কেনার জন্য খোঁজ-খবর করছেন। তাদের জন্য শেষ মুহূর্তের কিছু পরামর্শ।

(১) গরুর ক্ষেত্রে- বয়স কমপক্ষে দুই বছর বয়স হতে হবে। সাধারণত এটা আমরা দাঁত দেখে বুঝতে পারি। দেখতে অক্ষত এবং সুন্দর হতে হবে। ছাগলের ক্ষেত্রে- বয়স কমপক্ষে এক বছর বয়স হতে হবে। উটের ক্ষেত্রে- বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে। ভেড়ার ক্ষেত্রে- বয়স কমপক্ষে এক বছর হতে হবে।

(২) পশুর মুখের সামনে কিছু খাবার ধরার পর পশুটি যদি নিজ থেকে জিব দিয়ে খাবার টেনে নিয়ে খেতে থাকে, তবে বোঝা যাবে পশুটি সুস্থ। কারণ অসুস্থ পশু খাবার খেতে চায় না।

(৩) সুস্থ পশুর নাকের উপরটা ভেজা ভেজা থাকে।

(৪)সুস্থ পশুর পিঠের কুঁজ মোটা ও টান টান হয়।

(৬) মোটা গরু মানেই কিন্তু সুস্থ গরু নয়। মোটা গরুতে চর্বি অনেক বেশি হয়, যা খাওয়ার পর মানুষের স্বাস্থ্যের ঝুঁকি অনেক বেড়ে যায়। আর এ ধরনের অস্বাভাবিক মোটা গরু কিন্তু বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও মোটাতাজা করা হতে পারে। তাই সাবধান থাকা উচিত।

(৭) পশু কেনার আগে এর শরীরের কোথাও ক্ষত আছে কিনা পরীক্ষা করে নিন।

 (৮) শিং ভাঙ্গা আছে কিনা, লেজ, মুখ, দাঁত, খুর এসব কিছুই পরীক্ষা করে দেখতে হবে, কোন ত্রুটি চোখে পড়ে কিনা।

বাড়তি কিছু সতর্কতা:

(১) কোরবানির পশু হাট থেকে বাড়িতে আনার জন্য একজন শক্ত-সামর্থ্য লোক সঙ্গে নিন।

(২) হাটে যাওয়ার সময় টাকা সাবধানে রাখুন।

 (৩) পশু কিনতে যাওয়ার সময় ভালো পোশাক না পরাই উত্তম। তাতে দাগ বা ময়লা লাগার আশঙ্কা থাকে।

 (৪) খাজনার হাত থেকে রেহাই পেতে হাটের বাইরে থেকে পশু কিনবেন না। এতে লাভবান হওয়ার চেয়ে চোরাই পশু কেনার আশঙ্কা থাকে।

(৫) হাটের খাজনা ঠিকমতো পরিশোধ করুন।

(৬) পশু কিনেই হাট থেকে পশুর খড় কিনে ফেলুন। এতে বাসায় এস আর ঝামেলা পোহাতে হবে না।

(৭) হাট থেকে পশু আনার সময় পাটের দড়ি দিয়ে পশুকে ভালোভাবে বেঁধে আনুন।

 যে কয়দিন গরুটি আপনার তত্বাবধানে থাকবে সে সময় প্রচুর পানি খেতে দিন। অতিরিক্ত খাবার দেওয়ার প্রয়োজন নেই। খাবার টাটকা কিনা সেটাও খেয়াল রাখতে হবে। খড়-বিচালিই যথেষ্ট। কিংবা টাটকা ঘাস দিন।

/এফএএন/