একটি রূপকথা বনের গল্প!

শান্ত সবুজ জঙ্গল, যেখানে রয়েছে অজানা এক আকর্ষণ। গাছের ভাঁজে ভাঁজে মেঘ ঘুমিয়ে থাকে এখানে, ছুঁয়ে দিয়েই দৌড়ে পালায়! গাছের পাতা টুপ করে ঝরে পরে টলটলে দীঘির জলে। বিশাল সব গাছকে আলিঙ্গন করতে করতে এগিয়ে গেলেই যেন পাওয়া যাবে অপার্থিব এক জগতের সন্ধান!  

ইংল্যান্ডের ফটোগ্রাফার এলি ডেভিস তার ছবিতে ফুটিয়ে তুলেছেন সবুজ বনের এমনই চমৎকার রূপ।
ডেভিসের শৈশব কেটেছে এই জঙ্গলের পাশেই একটি ছোট্ট কুটিরে। ছোট্ট ডেভিস আনমনে ঘুরে বেড়াতেন এই বনে। সঙ্গী দুই জমজ বোন। ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত এই জঙ্গলের রহস্যময় পরিবেশে। তিনি ঘুরতেন আর আবিষ্কার করতেন নতুন নতুন সব আকর্ষণ। তার কাছে দক্ষিণ ইংল্যান্ডে অবস্থিত সবুজমণ্ডিত প্রাচীন এই বনটি একেবারে রূপকথার মতো ছিল। সম্প্রতি একটি ফটোফিচারে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিন প্রকাশ করেছে ডেভিসের তোলা বনটির বেশ কয়েকটি ছবি। ডেভিসের শৈশবের রূপকথার গল্পগুলোই ফুটে উঠেছে ছবিগুলোতে। 
এলি ডেভিসের ছবিগুলো আপনাকে নিয়ে যাবে অজানা সেই বনে, যার পরতে পরতে রয়েছে রহস্য...

একটি রূপকথার বনের গল্প

একটি রূপকথার বনের গল্প

একটি রূপকথার বনের গল্প

একটি রূপকথার বনের গল্প

একটি রূপকথার বনের গল্প

একটি রূপকথার বনের গল্প

একটি রূপকথার বনের গল্প

একটি রূপকথার বনের গল্পএকটি রূপকথার বনের গল্প

 

/এনএ/