তরকারির অতিরিক্ত লবণ দূর করে আপেল!

আপেল দিয়ে তৈরি করা যায় মজাদার ফ্রুট সালাদ অথবা কাস্টার্ড। ফল হিসেবেও অত্যন্ত পুষ্টিকর আপেল। তবে জানেন কি আপেলের আরও কিছু ব্যতিক্রমী ব্যবহার সম্পর্কে? আপেল ছোটখাট গৃহস্থালি সমস্যা থেকে যেমন আপনাকে মুক্তি দিতে পারে, তেমনি রূপচর্চায়ও এটি অতুলনীয়।

তরকারির অতিরিক্ত লবণ দূর করে আপেল!

জেনে নিন আপেলের কয়েকটি ব্যবহার সম্পর্কে-   

  • ঘরে তৈরি কেক দীর্ঘদিন ভালো রাখতে চাইলে পাত্রে অর্ধেকটা আপেল রাখুন।  
  • রান্নার সময় অতিরিক্ত লবণ পড়ে গেছে তরকারিতে? এক টুকরা আপেল দিয়ে দিন। ১০ মিনিট পর উঠিয়ে ফেলুন আপেল। দূর হবে অতিরিক্ত লবণ।
  • বয়ামের চিনি শক্ত হয়ে গেলে একটি প্লাস্টিকের ব্যাগে আপেলের টুকরা নিয়ে রেখে দিন চিনির পাত্রে। একদিন পর বয়াম খুলে দেখুন আগের মতো হয়ে গেছে চিনি!
  • টকজাতীয় খাবার খাওয়ার পর দাঁতে টক ভাব থেকে যায়। এ থেকে মুক্তি পেতে ঝটপট কয়েক টুকরা আপেল চিবিয়ে খান।
  • চুলের অতিরিক্ত তেল দূর করতে আপেল সিডার ভিনেগার ও পানি মিশিয়ে ধুয়ে নিন চুল।
  • আপেলের খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। ত্বকে ঘষুন আপেলের টুকরা। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক। উজ্জ্বল হবে ত্বক।

 /এনএ/