গ্যাস্ট্রিক কমাবে বেকিং সোডা

গ্যাস্ট্রিকে ভুগলে বেকিং সোডামিশ্রিত পানি পান করতে পারেন। দ্রুত মুক্তি পাবেন গ্যাস্ট্রিকজনিত সমস্যা থেকে। এছাড়া অন্যান্য ছোটখাট শারীরিক সমস্যার সমাধানেও জুড়ি নেই বেকিং সোডার।

গ্যাস্ট্রিক কমাবে বেকিং সোডা

জেনে নিন বেকিং সোডা কীভাবে সুস্থ থাকতে সাহায্য করে-

  • বুক জ্বালাপোড়া করা অথবা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য এক গ্লাস পানিতে এক চিমটি বেকিং সোডা মিশিয়ে পান করুন।
  • নিঃশ্বাসে সজীবতা নিয়ে আসতে পানিতে বেকিং সোডা মিশিয়ে গার্গল করুন।
  • প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানিতে সামান্য বেকিং সোডা মিশিয়ে পান করুন। বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।
  • ৪ গ্লাস পানিতে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে প্রতিদিন খানিকটা পান করুন। ১ সপ্তাহ টানা পান করলে মূত্রের ইনফেকশন দূর হবে।
  • বেকিং সোডামিশ্রিত পান পান করলে শরীরের ব্যথাও দূর হয়।
  • ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগলে এক গ্লাস পানিতে আধা চা চামস বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে পান করুন। দ্রুত সেরে যাবে।

/এনএ/