রূপচর্চায় লবঙ্গ তেল

লবঙ্গতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিসেপটিক উপাদান যা স্বাস্থ্যরক্ষায় ব্যবহৃত হয়ে আসছে সেই আদি যুগ থেকেই। ঠাণ্ডা, কাশি ও দাঁত ব্যথা উপশমে লবঙ্গের জুড়ি নেই। বেশিরভাগ টুথপেস্টেই থাকে উপকারী লবঙ্গ তেল। স্বাস্থ্যরক্ষার পাশাপাশি রূপচর্চাতেও লবঙ্গ তেল খুবই কার্যকরী। এতে থাকা পটাসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, ভিটামিন এ ও ভিটামিন সি ত্বককে করে উজ্জ্বল ও সুন্দর। এছাড়া ব্রণ ও ব্রণের দাগও দূর করতে পারে লবঙ্গ তেল।

রূপচর্চায় লবঙ্গ তেল

জেনে নিন রূপচর্চায় লবঙ্গ তেলের ব্যবহার-

  • লবঙ্গ তেলের সঙ্গে নারিকেল তেল অথবা অলিভ অয়েল মিশিয়ে ব্রণ আক্রান্ত ত্বকে ম্যাসাজ করুন। ধীরে ধীরে মিলিয়ে যাবে ব্রণ ও ব্রণের কালচে দাগ।
  • বিভিন্ন ধরনের দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে লবঙ্গ তেল।
  • লবঙ্গ তেলের সঙ্গে যেকোনও একটি তেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। দূর হবে বলিরেখা।
  • লবঙ্গ তেলমিশ্রিত ক্রিম অথবা লোশন ত্বকে ধীরে ধীরে ম্যাসাজ করলে দূর হয় ত্বকের ক্লান্তি।
  • পোকার কামড়ের দাগ দূর করতে লবঙ্গ তেলের সঙ্গে লোশন অথবা তেল মিশিয়ে আক্রান্ত ত্বকে লাগান।
  • ত্বকে ময়েশ্চারাইজার লাগানোর আগে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে নিন। ত্বকের জৌলুস বাড়বে।
  • ত্বকে মেকআপ সহজে বসতে না চাইলে ফাউন্ডেশনের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে নিন।

 

/এনএ/