এই সময়ের ফুল

মাত্র শরৎ শেষ হলো। বইছে হিমেল হাওয়া। দারুণ একটি পরিবেশ। ঋতু শেষ হয়েছে কিন্তু আবহ রয়ে গেছে। এখনও ঝরছে শিউলি ফুল। এখনও ফুটছে অপরাজিতা। শাপলা ফুলের কথা তো বাদই কিন্তু পদ্মেরও দেখা মিলছে হাটে ঘাটে। আকাশে যেমন এখনও পেঁজা তুলার মতো মেঘ রয়েছে, তেমনি কাশ ফুল কিন্তু এখনও ফুটছে। আপনার শিশু কি চেনে ঋতুর বৈশিষ্ট্যওয়ালা ফুলগুলোকে। তাদের চেনান শরতের ফুল... 

শিউলি, ছবি: বিনু রাজিয়া

কচুরিপানা

কাশফুল

শাপলা

মাধবীলতা

পদ্ম

 

/এফএএন/