এই সময়ের দেশি ফল

 

জাম, জামরুল, কদবেল, আতা, কাঠাল, নারকেল। তাল, তরমুজ, আমড়া, কামরাঙা, বেল, পেয়ারা। পেপে, ডালিম, জলপাই, বড়ই দিলাম আর কি চাই- এই ছড়াটি ৯০দশকের শিশুদের মুখেমুখে ঘুরতো। তখনকার পাঠ্যবইয়ে এই ছড়াটি ছিল। এখন নেই। তবে ফলগুলো তো রয়েছে। আপেল, নাশপাতি, কমলা, মাল্টা, অ্যাভাকাডো কিউই বা ড্রাগন ফ্রুটের ভীরে কি আমাদের এই ফল হারিয়ে যাচ্ছে?

কয়টি ফল এখন আমরা নিজেরা নিয়মিত খাই, কিংবা সন্তানদের কিনে দেই? একটু দেখবেন আপনার সন্তানদের কয়জন দেশি ফল চেনে? এই ঋতুতে কোন কোন ফল পাওয়া যায়, সেটিও আমরা জানি না।  নিচের দেশি ফলগুলো দেখুন তো ছেলেবেলা ফিরিয়ে দেয় কিনা... 

কামরাঙা

চালতা

কদবেল

আমলকি

আমড়া

জলপাই

পানিফল

 

ছবি:  সংগৃহীত।

/এফএএন/